দোহার উপজেলা কৃষি ঋণ মেলা ২০২৪। উপজেলা কৃষি ঋণ কমিটির ব্যবস্থাপনায় এ মেলায় মোট ২২ টি ব্যাংক অংশগ্রহণ করে। মেলায় ওয়ান স্টপ সার্ভিসের আওতায় প্রায় ১৫০০০০০০ (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা বিভিন্ন কৃষকের মাঝে বিতরণ করা হয়। প্রান্তিক কৃষকের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা এবং কৃষির উৎপাদন বাড়ানোর জন্য উপস্থিত সবাইকে উদ্বুদ্ধ করা হয়। কৃষকের জন্য পিঠা উৎসব এবং লোকজ গানের ব্যবস্থা করা হয়েছে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো: আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ এবং কৃষক- কিষাণী।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: জাকির হোসেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS