রাজধানী ঢাকার উপজেলাগুলোর মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে দোহার উপজেলা। আটটি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত। এ উপজেলার প্রধান নদী পদ্মা। পদ্মা বাহিত পলি মাটি দ্বারা এ্রখানকার মাটি উর্বর। পদ্মার ইলিশ এখানকার জনগণের আমিষের অভাব পূরণ করার পাশাপাশি এ ইলিশ রপ্তানি করে এখানকার মানুষ হয়েছে স্বাবলম্বী।